চকলেটের মোড়কে কুরিয়ার সার্ভিসের পার্সেল যোগে পাঠানোর সময় ৪ হাজার ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য অধিদফতর। আটক মিজানুর রহমান (২২) টেকনাফ উপজেলার উলুচামরী এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে।
বুধবার (২৮ মে) দুপুরে কুরিয়ার সার্ভিসের কক্সবাজার শহরের আলিরজাঁহাল কার্যালয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
সিরাজুল মোস্তফা বলেন,বুুধবার দুপুরে কক্সবাজার শহরের কুরিয়ার সার্ভিসের আলিরজাঁহাল শাখায় পার্সেল যোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় কৌশলে পার্সেল প্রেরককে আটক করা হয়। পরে আটক যুবকের নামে কুরিয়ার সার্ভিস যোগে প্রেরণের জন্য রাখা পার্সেলের প্যাকেটটি জব্দ করা হয়। এসময় প্যাকেটে চকলেট সদৃশ মোড়ক খুলে পাওয়া যায় ৪ হাজার ইয়াবা।
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক।
বিডি প্রতিদিন/এএম