দেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র আঁখি আলমগীর। শৈশব থেকে শুরু করে আজ অবধি তার কণ্ঠে মুগ্ধ হয়েছে অসংখ্য শ্রোতা। গানের পরিমিত রুচি, আধুনিকতা আর আবেগে ভরা উপস্থাপনায় তিনি হয়ে উঠেছেন প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ের কাছের শিল্পী। শুধু কণ্ঠশিল্পী হিসেবেই নয়, একজন পরিপূর্ণ পারফর্মার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তার অবস্থান এখন বেশ দৃঢ়। তিনি বাংলাদেশের একমাত্র কণ্ঠশিল্পী, যিনি অভিনয় ও গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। মাত্র আট বছর বয়সে আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরবর্তীতে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে প্লেব্যাক করে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আঁখি আলমগীরের কণ্ঠস্বর শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। বর্তমানে দেশে-বিদেশে স্টেজ শো ও কনসার্টে নিয়মিত অংশ নিচ্ছেন। তিনি বেলজিয়াম, প্যারিস, ভেনিস, লন্ডন, ভারত, মাস্কট, নেপাল ও হংকংসহ বিভিন্ন দেশে নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করছেন। পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের পথ দেখাতেও নিরলস কাজ করছেন। এ দৃষ্টান্তমূলক অর্জন তাঁকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। তাঁর বাবা কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আলমগীর। বিনোদন জগতের পরিবর্তনশীল ধারা এবং নতুন প্রজন্মের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আঁখি আলমগীর সব সময় নিজেকে নবীনভাবে উপস্থাপন করে চলেছেন। মিউজিক ভিডিও থেকে শুরু করে স্টেজ পারফরম্যান্স-সব জায়গায় রয়েছে তাঁর সমান উপস্থিতি। আধুনিক পোশাক ও কোরিওগ্রাফিতে সাজানো তাঁর গানের ভিডিওগুলো জনপ্রিয়তা পেয়েছে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় তিন দশকের সংগীতজীবনে জনপ্রিয়তা পেয়েছেন লাখো শ্রোতার কাছে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ারে যেমন পরিপক্বতা এসেছে, তেমনি অনেকের মনে প্রশ্ন, আঁখি আলমগীরের বয়স কি তবে থেমে গেছে? সেই প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, ‘মানুষ যাকে ভালোবাসে, তার সবকিছুই ভালো লাগে। আর যাকে অপছন্দ করে তার ভালো দিকটাও চোখে পড়ে না। আমার মনে হয়, আপনারা আমাকে একটু বেশিই ভালোবাসেন। সেই ভালোবাসার ফলে আমার বয়স যে বাড়ছে সেটা হয়তো আপনাদের চোখে ধরা পড়ে না। অথবা আপনারা যে দোকান থেকে চশমা নেন, তারা আপনাদের সঠিক পাওয়ারের চশমা দেয় না! তাই ঠিক করে দেখতে পান না। আসলে বয়স বাড়ছেই, তবে ভালোবাসা যেহেতু রয়ে গেছে অটুট, তাই আমিও চিরসবুজ হয়ে আছি।’ বর্তমানে চলচ্চিত্রের গানে কম দেখা যায় আঁখি আলমগীরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ প্রশ্নের উত্তর একজন শিল্পীর পক্ষ থেকে দেওয়া কঠিন। এখন খুব বেশি সিনেমা তো হয় না, তার মধ্যে যে কটি হয়, তাও নির্দিষ্ট কয়েকজনের সঙ্গে কানেকটেড শিল্পীদের দিয়েই কাজ করানো হয়। এতে দোষের কিছু নেই। তাই যারা যাদের সঙ্গে কানেকটেড, তারাই সুযোগ পায়।’ তিনি আরও যোগ করেন, ‘আমি আজ পর্যন্ত কাউকে ফোন করে কাজ চাইনি। ৩০ বছর আগে করিনি, এখনো করব না। আমার ব্যস্ততাও কমেনি, বরং মনে হয় আরও বেড়েছে। কারণ গানের বাইরেও এখন অনেক কিছু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। সারা জীবন গানের পেছনেই সময় দিয়ে ফেলেছি। এখন নিজের জন্য একটু সময় চাই, ঘুরতে চাই, দেখতে চাই। তাই গানে কিছুটা বিরতি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এখন আমার পাখনা মেলে ওড়ার সময়।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল