নেত্রকোনার বারহাট্টায় প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি রানি বর্মণকে হত্যার দায়ে মো. কাউছার মিয়াকে (২১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে,
বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী মুক্তিকে প্রেমের প্রস্তাব দেয় প্রেমনগর গ্রামের শামছু উদ্দীনের ছেলে কাওছার। প্রস্তাবে রাজি না হওয়ায় বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মুক্তিকে উত্ত্যক্ত করত কাওছার। এর প্রতিবাদ করায় ২০২৩ সালের ২ মে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় থেকে ফেরার পথে মুক্তিকে পেছন থেকে কাউছার দা দিয়ে কোপাতে থাকে। এ সময় সহপাঠীরা ভয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মণ বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন। এদিকে দুই বছরের মধ্যে রায় হওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম, মুক্তির বাবা-মা ও স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেন। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।