পেসার আভেশ খানকে পুল করে মিড-অন ও মিডউইকেটের মাঝামাঝি দিয়ে চার মারলেন বিরাট কোহলি। আর তাতেই ভারতের ব্যাটিং গ্রেটের নাম খোদায় হয়ে গেল ইতিহাসের পাতায়। ক্রিকেট রেকর্ডের বরপুত্র গড়লেন আরেক কীর্তি।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড অনেক আগে থেকেই কোহলির। এক্ষেত্রে এবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি স্পর্শ করলেন ৯ হাজার রানের মাইলফলক। মাইলফলকটি ছুঁতে আইপিএলে মঙ্গলবার (২৭ মে) লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ২৪ রান। রান তাড়ায় পঞ্চম ওভারে আভেশকে বাউন্ডারি মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।
১০ চারে ৩০ বলে ৫৪ রান করে আউট হয়ে যান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭১ ইনিংসে কোহলির রান এখন ৯ হাজার ৩০। গড় ৩৯.৬০ আর স্ট্রাইক রেট ১৩৩.৬৯। ৮টি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৬৫টি। এই তালিকায় কোহলির ধারেকাছেও কেউ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৩০ ইনিংসে ৬ হাজার ৬০ রান করে দুইয়ে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শার্মা। ৬ হাজার রান নেই আর কারো।
আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ডও অনেক আগে থেকে কোহলির। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন তিনি। এখানে ২৫৭ ইনিংসে তার রান ৮ হাজার ৬০৬। এ ছাড়া দলটির হয়ে বিলুপ্ত হওয়া যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে তার রান ১৪ ইনিংসে ৪২৪।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির রেকর্ডধারী কোহলি এবার সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডও একার করে নিলেন (৬৩)। এখানে তিনি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৬২)।
চলতি আসরে ১৩ ইনিংসে ৮টি ফিফটিতে কোহলির রান এখন ৬০২। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের ভিন্ন পাঁচ আসরে ছয়শ বা এর বেশি রানের কীর্তি গড়লেন তিনি। চার আসরে আছে লোকেশ রাহুলের, তিনটি আসরে ক্রিস গেইল ও ওয়ার্নারের। এবারের আসরে রান তাড়ায় ছয় ইনিংসের পাঁচটিতেই কোহলি স্পর্শ করেছেন পঞ্চাশ। এক্ষেত্রে একমাত্র যেটিতে ফিফটি করতে পারেননি, সেই ইনিংসটিও ৪৩ রানের। এখনও প্লে-অফের লড়াই বাকি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ