ক্যারিয়ারের পথচলা নিয়ে আবারও আলোচনা উসকে দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে সম্পর্ক শেষের ইঙ্গিত দিয়েছেন এ ৪০ বছর বয়সি ফুটবলার। সোমবার সৌদি প্রো লিগে আল ফাতেহর কাছে ৩-২ গোলে হেরেছে আল-নাসর। ম্যাচে দলের হয়ে একটি গোলের দেখা পান পর্তুগিজ তারকা। লিগে এটি তার ২৫তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫তম গোল করে গতবারের মতো এবারও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ তার কাছেই থাকবে। আল-নাসরের হয়ে ৯৯তম গোলে তার ক্লাব ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৮০০। সোমবার ম্যাচের পরপরই রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘এখানকার অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’ এর আগে ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে তার চুক্তি শেষ হবে। এদিকে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ফিফা আগামী ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডোর খোলার সিদ্ধান্ত নিয়েছে। এবার আল-নাসর ক্লাব বিশ্বকাপে না থাকলেও সৌদি লিগ থেকে আল-হিলাল খেলবে। এ সময়ের মধ্যেই চূড়ান্ত হতে পারে রোনালদোর নতুন ঠিকানা।
সব মিলিয়ে আনুষ্ঠনিক ঘোষণার আগ পর্যন্ত কিছু অনিশ্চয়তা থাকছেই।