ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ফ্রান্স এবং যুক্তরাজ্যকে হুমকি দিয়েছেন, যদি এই ইউরোপীয় দুই দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ তেল আবিব দখল করতে পারে।
একজন বিদেশি কূটনীতিকের বরাতে ইসরায়েলি দৈনিক হারেৎজে জানিয়েছে, ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডান হাত এবং গাজা যুদ্ধবিরতি আলোচনা দলের নেতৃত্বদানকারী ডার্মার ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, ইসরায়েল এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় এরিয়া সি-এর কিছু অংশ দখল করে এবং বসতি স্থাপনকারীদের ফাঁড়ি বৈধ করে দিতে পারে।
মন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামিকে একই রকম হুমকি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও একতরফা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন কিন্তু নির্দিষ্ট হুমকি দেওয়া থেকে বিরত রয়েছেন।
যুক্তরাজ্য এবং ফ্রান্স আগামী মাসে নিউইয়র্কে দুই-রাষ্ট্র সমাধানের বিষয়ে জাতিসংঘের সম্মেলনের সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছে।
সূত্র: নিউ আরব
বিডি প্রতিদিন/নাজমুল