কুমিল্লায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি চলছে। বুধবার (২৮ মে) বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ডাকে সারা দেশের মতো কুমিল্লা জেলাও কর্মবিরতিতে অংশ নেয়। জেলার সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা জেলা শাখার সভাপতি তুষার আহমেদের নেতৃত্বে কর্মসূচি পালিত হয়।
তিনি জানান, ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫% এবং কর্মচারীরা ৫০% উৎসব ভাতা পাচ্ছেন। তবে, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের আশ্বাসের পরও ২৬ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্মতিপত্রে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না বলে জানানো হয়।
তিনি জোর দাবি জানান, শিক্ষকদের মতো কর্মচারীরাও যেন ১০০% উৎসব ভাতা পান।
এদিকে, ২৭ মে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়—
- ২৭ মে অর্ধদিবস কর্মবিরতি ও কালো ব্যাজ পরিধান
- ২৯ মে পূর্ণদিবস কর্মবিরতি ও কালো ব্যাজ পরিধান
- এবং ১ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক