স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এটি সর্বোচ্চ। তার পরেই আছেন বার্সেলোনার রবার্ট লেবানডস্কি (৪২) ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন (৩৮)। ইউরোপের শীর্ষ লিগগুলোর বাইরে সর্বোচ্চ ৫৪ গোল করেছেন স্পোর্তিং লিসবনের স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। এবার লা লিগায় এমবাপ্পে সর্বোচ্চ ৩১টি গোল করেন। স্পেনের শীর্ষ লিগের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে অভিষেক আসরে ৩০টি গোল করার কীর্তি গড়েছেন তিনি। আগের তিনজন প্রুহেন (৩৩ গোল), রোমারিও (৩০ গোল) ও রোনালদো নাজারিও (৩৪ গোল)। এ ছাড়া এমবাপ্পে লা লিগার এক আসরে ৩০টি গোল করা রিয়ালের চতুর্থ খেলোয়াড়। আগের তিনজন ক্রিস্টিয়ানো রোনালদো (ছয়বার), উগো সানচেস (দুবার) ও আলফ্রেদো দি স্তেফানো (একবার)। দুরন্ত খেলে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন স্যু জিতেছেন এমবাপ্পে।
২০০৪-০৫ মৌসুমে থিয়েরি অঁরির পর প্রথম ফরাসি ও ২০১৪-১৫ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর পর প্রথম রিয়াল মাদ্রিদ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন তিনি।