ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই মতামত পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, “ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চান।”
একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনও ধরনের দ্বিচারিতা নেই।
ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
ম্যাক্রোঁ বলেন, “কেবল একটি রাজনৈতিক সমাধানই ফিলিস্তিনে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে পারে।”
তিনি আরও জানান, “সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউইয়র্কে গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। যার লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নতুন গতি দেওয়া এবং একইসঙ্গে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি ও এ অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকারের স্বীকৃতি জোরদার করা।”
ফরাসি প্রেসিডেন্টের এসব কথা এমন এক সময়ে এল, যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন।
এদিকে কূটনীতিক ও বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছেন— যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে।
এ অবস্থায় ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীরসহ পুরো গাজা দখল করে নেবে তারা। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ