‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের জন্য আন্দোলতরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপান থেকে ফেরার আগ পর্যন্ত ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। এছাড়া সরকারের তিনজন উপদেষ্টা ও একজন সচিবের কাছে কর্মচারীরা স্মারকলিপি দেবেন।
বুধবার দুপুর ২টায় এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।
এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে ৭ সচিবের সমন্বয়ে গঠিত কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে।
ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। ৩১ মে প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। এর মধ্যে দুইজন উপদেষ্টা ও তিনজন সচিবের কাছে স্মারকলিপি দেবো। কর্মবিরতির পাশাপাশি এই স্মারকলিপি প্রদানও আমাদের কর্মসূচির অংশ। ৩১ মের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে ভালো কোনো ফলাফল না পেলে আন্দোলন অব্যাহত থাকবে। সেটা মাঠ পর্যায়ে হবে, না কি অবস্থান কর্মসূচি হিসেবে, তা পরে জানানো হবে। তবে আন্দোলন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
বিডি প্রতিদিন/আরাফাত