মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটিতে মনিটরিং করে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও পাউরুটি প্রস্তুত করা হচ্ছে।
এসময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় তিনি বেকারিতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য গ্রহণ করার নির্দেশ দেন।
অভিযানে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।
মোহাম্মদ জসিম উদ্দিন
বিডি প্রতিদিন/এএম