রাজধানীর মহাখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে আড়াই মণ (১০০ কেজি) গাঁজা ও ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৌরভ ঘোষ (২৩) ও মো. শাহিন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএনসি।
মঙ্গলবার (২৭ মে) সকালে ডিএনসি’র ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি দল মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করে।
পরে তেজগাঁওয়ে ডিএনসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, “আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারত থেকে আসা একটি বড় মাদকের চালান ঢাকায় সরবরাহের চেষ্টা করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের পূবাইল এলাকা থেকে এনা পরিবহনের একটি বাসকে পর্যবেক্ষণে রাখা হয়। বাসটি মহাখালীতে পৌঁছালে তল্লাশি চালিয়ে বাসের চাকার ওপরে বিশেষ কৌশলে লুকানো গাঁজা ও মদ উদ্ধার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে গাঁজা ও মদ সংগ্রহ করে ঢাকায় ডিলারদের কাছে সরবরাহ করছিলেন।
ডিএনসির কর্মকর্তারা জানান, এই চক্রের মাধ্যমে অতীতেও একাধিক মাদকের চালান ঢাকায় এসেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ সহায়তা করবে।
এ ঘটনায় পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেফতারদের রিমান্ডে এনে আদালতে তোলা হবে বলেও জানান ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান।
বিডি প্রতিদিন/আশিক