এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা ওড়ানোর পর ফিলিস্তিনের পক্ষে নতুন এই পদক্ষেপ নিল দক্ষিণ আমেরিকার দেশটি।
ইরানের বার্তা ইরনা জানিয়েছে, কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় বলেছে, খোরখে ইভান ওসপিনাকে ফিলিস্তিনে তাদের দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওসপিনাকে মূলত কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হিসেবে বিবেচনা করা হয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ২০২৪ সালের মে মাসে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
মূলত ওই সময়েই ফিলিস্তিনের রামাল্লায় নিজেদের দূতাবাস খোলার ঘোষণা দেয় কলম্বিয়া।
এদিকে, বিবিসি জানিয়েছে, প্রতীকী একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদফতরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিন।
সোমবারের এ ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদরদফতরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেওয়া হবে কি না সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
সেখানে চীন, পাকিস্তান, সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র প্রস্তাবটি উত্থাপন করলে ৯৫টি দেশ তাতে সমর্থন জানায়।
অন্যদিকে, ইসরায়েল, হাঙ্গেরি, চেক রিপাবলিক এবং জার্মানি এ প্রস্তাবের বিরোধিতা করেছে। বাকি ২৭টি দেশ ভোটদানে বিরত ছিল। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে।
এমন এক সময় এ ঘটনা ঘটল যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। সূত্র: ইরনা, আনাদোলু এজেন্সি, বিবিসি, রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ