ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আসামি নাহিদ হাসান পাপেল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে আসামি রাব্বি ও মেহেদী হাসানকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল ঢাকা মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এ সময় পাপেল স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম জুয়েল রানা তার জবানবন্দি রেকর্ড করেন। এদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য রাব্বি ও মেহেদী হাসানের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার এ মামলার অন্য আসামি মো. রিপন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।