মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে "অনতিবিলম্বে" দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৩ সালের আগস্টে মনোয়ার হোসেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন নেইপিদোতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের উত্তরসূরি।
২০তম বিসিএসের ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন মনোয়ার হোসেন।
সম্প্রতি রাখাইন রাজ্যের সশস্ত্র জাতিগত গোষ্ঠী ‘আরাকান আর্মি’র (এএ) সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বিষয়টি প্রকাশ্যে আসায় মিয়ানমারের সেনাশাসিত সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং ঢাকায় কূটনৈতিক পত্র পাঠিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ করে।
এর পরপরই চলতি মাসের মাঝামাঝি ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরানোর নির্দেশ দেয় সরকার।
বিডি প্রতিদিন/আশিক