চিলির রাজধানী সান্তিয়াগোতে ৭৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ, যার ব্যাগে লুকানো অবস্থায় প্রায় পাঁচ কেজি মেথামফেটামিন (ক্রিস্টাল মেথ) উদ্ধার হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি মেক্সিকোর কানকুন শহর থেকে সান্তিয়াগোতে আসেন এবং সেখান থেকে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিমানবন্দরের স্ক্যানারে তার স্যুটকেসে ‘সন্দেহজনক’ পদার্থ ধরা পড়লে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।
উদ্ধারকৃত মাদক স্থানীয় বাজারে আনুমানিক ২ লাখ পাউন্ড মূল্যের হতে পারে বলে জানিয়েছে চিলি পুলিশ। চিলির বিমানবন্দর পুলিশ প্রধান সের্জিও প্যারেডেস বলেছেন, ওই ব্যক্তি প্রথমবারের মতো চিলিতে প্রবেশ করেছেন। গ্রেফতারের পর তিনি জানিয়েছেন- কানকুন বিমানবন্দরে কিছু মেক্সিকান নাগরিক থেকে স্যুটকেসটি নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তির চিলির সান্তিয়াগোতে এক রাত হোটেলে কাটিয়ে সিডনি যাওয়ার কথা ছিল। পুলিশ এখনো তদন্ত করছে যে মাদকগুলো চিলিতেই পাচারের জন্য ছিল, নাকি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমকে প্যারেডেস আরও জানান, প্রসিকিউটররা বিষয়টি তদন্ত করছেন এবং বোঝার চেষ্টা করছেন, মাদকগুলো স্থানীয়ভাবে ব্যবহারের জন্য ছিল, নাকি ওই ব্রিটিশ নাগরিকের মাধ্যমে অন্যত্র পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। সূত্র : মেট্রো।
বিডি-প্রতিদিন/শআ