সৌদি আরবে আজ মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে ১০ জিলহজ, অর্থাৎ পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)।
সৌদি সরকারের পক্ষ থেকে ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঈদের আগের দিন, ৫ জুন, পালিত হবে পবিত্র হজ। ওমানসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এবং ইন্দোনেশিয়াও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে।
সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসেবে, চাঁদ দেখা সাপেক্ষে, বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে আগামী ৭ জুন (শনিবার)।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আজ দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) অথবা ফ্যাক্স (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (৩০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, আর সে ক্ষেত্রে ঈদুল আজহা উদ্যাপিত হবে ৭ জুন।
আর চাঁদ না দেখা গেলে বৃহস্পতিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে, এবং শুক্রবার (৩১ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে ঈদ হবে ৮ জুন (রবিবার)।
বিডি প্রতিদিন/আশিক