বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় মোস্তাফিজার রহমান (৪২) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মোস্তাফিজার রহমান উপজেলার সোনাহাটা গ্রামের শামসুল হকের ছেলে। সে নিমগাছি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। এর আগে, মঙ্গলবার (২৭ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মী সভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদী হয়ে ২৬ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে মোস্তাফিজার রহমানকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই