ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল শনিবার রাতভর বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে, গাছ উপড়ে পড়েছে। দেশটির অন্যতম প্রধান এই শহরটির বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।
আজ রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্যাপক বৃষ্টিতে মোতিবাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ছয় ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটার বেগে বাতাস বয়েছে। এই সময়ে ৮১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভোর ৩টা ৫৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইন্ডিগো জানিয়েছে, দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে দুই ঘণ্টা পরে, বিমান সংস্থাটি আবার জানায়, বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
সকাল সাড়ে ৭টা পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ছাড়তে থাকা বিমানগুলোর গড় বিলম্ব ছিল ৪৬ মিনিট। সেই সময় দিল্লির তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাখণ্ড ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ