ভিক্ষাবৃত্তির অভিযোগে ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব ৫ হাজারেরও বেশি পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে। একই অভিযোগে গত ১৬ মাসে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সম্প্রতি ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ফেরত পাঠানো ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে, যা পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন-এর হাতে পৌঁছেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি জানিয়েছেন, এসব পাকিস্তানি বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে এবং এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এসব ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে।
তিনি আরও জানান, যাদের পাসপোর্ট বাতিল করা হবে, তারা অন্তত পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিদেশে পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তি একটি গুরুতর সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে। দারিদ্র্যের কারণে অনেক পাকিস্তানি ভুয়া এজেন্টদের মাধ্যমে সর্বস্ব হারিয়ে বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। কেউ কেউ হজ বা ওমরাহর অজুহাতে সৌদি আরবে গিয়ে স্থায়ীভাবে থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহের চেষ্টা করে।
এই সংকট নিরসনে পাকিস্তান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও বাস্তব ক্ষেত্রে তা এখনো কার্যকর ফল দিচ্ছে না।
সূত্র: ডন, জিও টিভি
বিডি প্রতিদিন/জামশেদ