দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে আশুলিয়া, সাভার ও নিকটবর্তী এলাকার শিশুদের হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলে। এই কার্যক্রমটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রতিশ্রুতিরই একটি অংশ।
ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন। তিনি দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং স্বল্পমূল্যে ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন। এই বিনামূল্যে চিকিৎসা প্রদান কর্মসূচীটির প্রধান উদ্যোক্তা আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক (ডা.) সুফিয়া খাতুন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. দবির উদ্দিন আহমেদ, মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মোঃ রফিকুল ইসলাম (অব.), অপারেশনস বিভাগের ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/হিমেল