প্রথমবারের মতো সরাসরি ভোট হতে যাচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের’ (বিপিএমসিএ) নির্বাচনে।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদস্যরা ভোট দিতে পারবেন।
নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও সংগঠনটি প্রতিষ্ঠার ১৫ বছরে সরাসরি কোন নির্বাচন হয়নি। এতোদিন সিলেকশনের মাধ্যমেই কতিপয় পদবীধারীরা পদে আসীন হয়েছেন। ফলে সংগঠনে এক ধরণের কর্তৃত্ববাদের সৃষ্টি হয়। সেই কর্তৃত্ববাদের অবসানের লক্ষ্যেই দাবি উঠে সরাসরি ভোটের।
বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এবার দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি হলো মহিউদ্দিন-মুকিত পরিষদ। আর অন্যটি হলো আফরোজা-মোয়াজ্জেম পরিষদ। নির্বাচনে ৫৫টি মেডিকেল কলেজের ১১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন।
প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে আফরোজা-মোয়াজ্জেম প্যানেলে বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৩ জন প্রতিনিধি রয়েছেন। তাছাড়া এই প্যানেলে প্রতিদ্বন্দিতাকারীরা অতীতের অন্যান্য কার্যনির্বাহী কমিটিতেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিপরীতে মহিউদ্দিন-মুকিত প্যানেলটি যাদের নিয়ে গঠিত হয়েছে, তারা অতীতে কখনও কোন কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করেননি।
বিডি প্রতিদিন/নাজমুল