স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ভালোভাবে হবে। রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।’ গতকাল সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন হবে। আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন। ভোটাররাও উচ্চশিক্ষিত। যেহেতু ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন, তাই এখান থেকে পাওয়া অভিজ্ঞতা সেখানেও কাজে লাগবে।’ জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি।’ রাকসু ও চাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই-এ বিষয়টা কীভাবে দেখছেন-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এ দুইটা নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুইটা নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি।’