ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। সেই লক্ষ্যে ভারত সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে ফেরত চেয়ে বাংলাদেশের আহ্বানের জবাবে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তবে বিবৃতিতে শেখ হাসিনার ফেরত পাঠানোর বিষয়ে কিছু বলা হয়নি।
এতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে। সেই লক্ষ্যে সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করবে ভারত।