ইন্দোনেশিয়ার মধ্য জাভায় লাগাতার প্রবল বৃষ্টিতে দুটি পৃথক অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে ও আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।
দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে প্রায় ১২টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়। সেখানে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৭ জনকে খুঁজে পাওয়া যায়নি। গভীর মাটির নিচে চাপা পড়ায় উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারী এক্সকাভেটর দিয়ে মাটি সরানোর চেষ্টা চলছে, তবে গভীরতা বেশি হওয়ায় কাজের অগ্রগতি ধীর।
অন্যদিকে, বানজারনেগারা অঞ্চলে আরেকটি ভূমিধসে ২ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে। সেখানে প্রায় ৩০টি বাড়ি ও কৃষিজমি ধ্বংস হয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় জাভায় বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/আশফাক