আসন্ন জকসু নির্বাচনে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। ঘোষিত তালিকায় সহ-সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় এবং নির্বাহী সদস্য পদে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছে।
ঘোষিত প্যানেল অনুযায়ী—সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোর আনজুম সাম্য। সাধারণ সম্পাদক পদে লড়বেন ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাহীন মিয়া। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে কারও নাম ঘোষণা করা হয়নি।
শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহেরুন নেসা হিমু। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক অরেক সাদিক। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে থাকছেন জিহাদ। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীনুর এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাতুল হাসান।
ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস সোহান। পরিবহন সম্পাদক মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক ফেরদৌস শেখ, পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল ইসলাম।
নির্বাহী সদস্য পদে রয়েছেন কামরুল হাসান রিয়াজ, সাজ্জাদ হোসেন, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা ও জিয়ারুল।
বিডি প্রতিদিন/হিমেল