লক্ষ্মীপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠন’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজী এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি জেডএম ফারুকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার।
বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সমাজসেবা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/জামশেদ