নড়াইলের লোহাগড়ায় মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণী পড়ুয়া ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ায়। গভীর রাতে নাঈমের মা বিষয়টি টের পান এবং পরিবারের সদস্যদের জানান। পওে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, ‘রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রাক্কালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম