চলতি মার্চের ২৬ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৯৫ কোটি ডলার, যা কি না দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক যে হিসাব দিয়েছে, তাতে চলতি মাসে ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে ২০২৪ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান খুদে বার্তায় সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের ২৬ মার্চ পর্যন্ত ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। এবার ২৬ দিনে এসেছে ২৯৫ কোটি ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি ৮২ দশমিক ৪০ শতাংশ। গত দুই দিনে রেমিট্যান্স এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলার। চলতি অর্থবছরের পুরো চিত্র তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরে ১ জুলাই থেকে ২৬ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৪৩ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে আসে ১ হাজার ৬৬৯ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৪০ শতাংশ।