নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্রশিবির প্রতিদিন ৩ লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায়, সেই প্রশ্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বিকালে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন তুলেছেন ছাত্রদলের নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশের কিছু ধনী ব্যক্তি এনসিপিকে অর্থায়ন করেছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (নুরুল ইসলাম) গণমাধ্যমকে তাদের ইফতার কর্মসূচিতে দৈনিক ৩ লাখ টাকা ব্যয়ের কথা জানিয়েছেন।
এ দুই প্রসঙ্গে ছাত্রদল নেতারা প্রশ্ন তুলে বলেন, দেশের কোন ধনী ব্যক্তিরা এনসিপিকে অর্থায়ন করেছেন এবং সেই অর্থায়নের বিপরীতে ওই ধনী ব্যক্তিরা কী ধরনের প্রতিশ্রুতি নিয়েছেন? আর দৈনিক ৩ লাখ টাকা ব্যয় হলে ৩০ দিনের ইফতার আয়োজনে শিবিরের অন্তত ৯০ লাখ টাকা লাগবে। সাধারণ একটি শিক্ষার্থীদের সংগঠন হিসেবে শিবির এ টাকা কীভাবে উপার্জন করেছে, কিংবা ওই টাকার উৎস কী?
ছাত্রদলের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা গণ-অভ্যুত্থানের মালিকানা একক ইজারাদার হিসেবে ছিনতাই করেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা ইতোমধ্যে একটি রাজনৈতিক দলও গঠন করেছেন।’ নতুন এই দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী ছাত্রশিবিরের বিষয়ে ছাত্রদল নেতা নাসির উদ্দীন বলেন, ‘শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেছেন, তারা প্রতিদিনই ইফতারে ৩ লাখ টাকা করে ব্যয় করছেন। যদি ৩ লাখ টাকা করে প্রতিদিন ব্যয় করা হয়, তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করছেন। এই ৯০ লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কীভাবে উপার্জন করছে, তাদের অর্থায়নের উৎস কী, এটাও জানতে চাই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, ৫ মার্চ রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় সারজিস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের শুরু জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। দুঃখজনকভাবে সারজিস সেই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।
ছাত্রদল সভাপতি আরও বলেন, সারজিস আলম নর্থ সাউথের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং টোকাই’ হিসেবে উল্লেখ করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন। ছাত্রদল তার ওই ‘ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক’ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। সারজিসের বক্তব্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। সারজিসের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা।
লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাসুদ খন্দকারসহ আরও দুই-একজন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ছোটখাটো ঘটনায় ছাত্রদলের নাম জড়ায়। অথচ সব ক্যাম্পাসেই ছাত্রদল ইতিবাচক রাজনীতি করছে। দেশের কোনো বিশ্ববিদ্যালয়েই গত সাত মাসে ছাত্রদলের কোনো নেতা-কর্মীর দ্বারা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি এইচ এম আবু জাফর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।