গণপরিষদ নির্বাচন নয়, বরং ডিসেম্বর ঘিরে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা এখন পর্যন্ত। বিদ্যমান আইনকানুনের আলোকেই আমরা জাতীয় নির্বাচনের ব্যবস্থা নিচ্ছি।
এদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ইসি এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দল অনেক কথা বলবে, ইসি রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না। সরকারপ্রধান একটি সময়সীমা ঘোষণা করেছেন। তারা ডিসেম্বরকে ধরেই প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত ডিসেম্বরকে ঘিরেই জাতীয় নির্বাচনের চিন্তাভাবনা। তিনি বলেন, ঐকমত্য কমিশনের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারব না কোনটা সুপারিশ বাস্তবায়নযোগ্য। কোনটা যোগ্য নয়।