নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জের পেরির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপ্পু মিয়া (২৮) ও তানজিদ (১৮) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচর গ্রামের পেরির হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (এইএনও) জুয়েল আহমেদ জানান, প্রতি পরিবারকে স্থানীয় প্রশাসন জেলা ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দ থেকে ২০ হাজার করে (প্রতিজন) অর্থ প্রদান করা হবে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় তারা নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার সকালে আর ফিরেনি। সকালে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে স্থানীয়রা পেরির হাওরে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বজ্রাঘাতে শরীরর বিভিন্ন অংশ পুড়ে যাওয়া দেখে সুরতহাল রিপোর্ট করে স্বজনদের কাছে হস্তান্তর করে। পাপ্পু মিয়া পেরিরচর গ্রামের লেবু মিয়ার ছেলে। একই গ্রামের তানজিদ মজিবুর রহমানের ছেলে।
ইউএনও জুয়েল আহমেদ আরও জানান, বজ্রপাতে মৃত্যুতে ত্রান শাখা থেকে সব্বোর্চ ২৫ হাজার টাকা দেয়ার সুযোগ রয়েছে। এ ঘটনা জেলা প্রশাসক অবগত হয়েছেন। প্রতি পরিবারকে ২০ হাজার করে নগদ অর্থ দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম