‘সাইয়ারা’ ছবির সৌজন্যে রাতারাতি তারকা আহান পাণ্ডে। প্রথম ছবিতেই দর্শকের এমন প্রতিক্রিয়ায় আপ্লুত অভিনেতা। এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু ব্যক্তিজীবনে এক বড় ক্ষতি তাকে একেবারে ভেঙেচুরে দিয়েছিল। তারপরেই প্রথম সিনেমাতেই সাফল্য! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা।
চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডের জীবনে ‘সাইয়ারা’ আসার আগের কিছু বছর কেটেছে অনিশ্চয়তায়। কিছুতেই ঠিকঠাক সুযোগ পাচ্ছিলেন না সিনেমায়। জীবনে যখন এমন টালমাটাল অবস্থা, তখনই ব্যক্তিগত এক ক্ষতির সম্মুখীন হতে হয় আহানকে।
এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “যেভাবে ভাবছিলাম, কোনও কিছুই সেভাবে হচ্ছিল না। বারবার নিজেকে বোঝাতে হচ্ছিল। সেই সময়েই, আমার খুব কাছের একজন মারা যান। উনি আমার বড় ভরসা ছিলেন। বাড়ির একমাত্র মানুষ যিনি আমাকে ‘হিরো’ বলে ডাকতেন। তার মৃত্যুর পর আমার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে। ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একমাত্র উপায় ছিল, কাজের মধ্যে থাকা। আমি ঠিক তাই-ই করেছি।”
কার মৃত্যুতে এভাবে ভেঙে পড়েছিলেন পর্দার কৃষ কাপূর? আহান আদতে তার ঠাকুমা, স্নেহলতা পাণ্ডের কথা বলছেন। ২০২১ সালের জুলাইয়ে মৃত্যু হয় তার ঠাকুমার। এর ঠিক তিন বছর পরে, ‘সাইয়ারা’ ছবির চুক্তিতে সই করেন আহান। এই ছবির আগে বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করতেন তিনি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম