মাস দুয়েক আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার বাবা জগদীশ পাটানি। এ ঘটনার পর থেকেই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন অভিনেত্রীর বাবা। এবার তিনি পেলেন ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স।
ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই জগদীশ পাটানি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেন। লাইসেন্স পাওয়ার জন্য তিনি সমস্ত সরকারি নিয়মকানুন ও প্রক্রিয়া মেনে চলেন। পুলিশের পক্ষ থেকে সবদিক খতিয়ে দেখে এবং তার আবেদনের যৌক্তিকতা বিচার করে লাইসেন্স আবেদন মঞ্জুর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর হিন্দু ধর্মগুরুকে অসম্মানের অভিযোগে দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে আক্রমণ চালায় গোল্ডি ব্রার গ্যাং। ক্রমাগত গুলি চালানো হয় অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে। ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশের গুলিতে নিহত হয় দুই অভিযুক্ত। এ ঘটনায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানান দিশার বাবা।
সংবাদমাধ্যমকে তিনি জানান, তার পোষা কুকুর সময়মতো তাকে সতর্ক না করলে গুলি সরাসরি তার শরীরে লাগত। পোষ্যের কারণে জীবন বেঁচেছে তার।
বিডি প্রতিদিন/কেএইচটি