‘ছাইয়া ছাইয়া’ আইটেম গানে নেচে খ্যাতি পেয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি মুদ্রার উল্টোপিঠ দেখলেন তিনি। তার বিরুদ্ধে উঠেছে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকা।
অভিনেত্রী বলেন, আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিই না। যারা ট্রল করার তারা করবেন। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।
সমালোচকদের উদ্দেশে মালাইকা বলেন, আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।
সম্প্রতি সংগীতশিল্পী হানি সিংয়ের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গেছে অভিনেত্রীকে। ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মালাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছেন নেটাগরিকরা। সেখানে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায়, যা ভালোভাবে নেয়নি দর্শক।
বিডি প্রতিদিন/কেএইচটি