বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তাঁর ছেলেরা এমন এক ঐতিহ্যের ধারক, যা ভারতীয় চলচ্চিত্রের সোনালি অধ্যায় এবং বাংলা সাহিত্যের গৌরব একসঙ্গে ধারণ করে। সাইফ আলি খান পতৌদি নবাব মনসুর আলি খান ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান। শর্মিলা ঠাকুরের পরিবারের মাধ্যমে সাইফের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তের সম্পর্ক রয়েছে।
শর্মিলা ঠাকুরের ঠাকুমা লতিকা ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। ফলে, এই বংশধারার মাধ্যমে সাইফ আলি খান এবং তাঁর ছেলে ইব্রাহিম, তৈমুর ও জেহর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তের সেতুবন্ধন গড়ে উঠেছে। তবে, এই সম্পর্কটি সরাসরি উত্তরাধিকার নয় বরং পারিবারিক দুঃসম্পর্কের।
এক সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেছেন, "তৈমুর এক জেনেটিক ট্রেজার ট্রোভ। ওর মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজ কাপুর, মনসুর আলি খান পতৌদি এবং ভোপালের ইতিহাসের ছোঁয়া। এটা আমার বোঝার বাইরে।" এই কথায় স্পষ্ট হয়, তিনি তাঁর ঐতিহ্য নিয়ে কতটা গর্বিত।
বিডি প্রতিদিন/আশিক