আসছে ঈদের নাটকে জুটি হয়ে আসছেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চার বছর বিরতির পর ‘কোনো একদিন’ নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তারা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দেশের নন্দিত এই দুই তারকা। ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নির্মাতা চয়নিকা চৌধুরী জানিয়েছেন, নাটকের গল্পটি হৃদয়ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যান্সারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এক সময় তার অফিসে হাজির হয় এক যুবক। এর পর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। নাটকের শুটিং গত সোমবার শেষ হয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ। নাটকটি ঈদে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার হবে। এ নাটক ছাড়াও মোট ২৭ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, কমেডি শো প্রভৃতি ঈদ কেন্দ্র করে আয়োজন করেছে টিভি চ্যানেলটি।