এ প্রজন্মের নায়িকা রিকিতা নন্দিনী শিমুকে ঈদে দেখা যাবে খুনের রহস্য নিয়ে নির্মিত ‘চক্কর-৩০২’ সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে। তিনি বলেন, যদিও সিনেমায় আমার দৈর্ঘ্য কম। কিন্তু দারুণ একটি চরিত্র। দর্শক বিনোদন পাবেন এটুকু বলতে পারি।’ তাঁর অংশের বেশির ভাগ দৃশ্যের শুটিং ঢাকায় হয়েছে। সিনেমার পরিচালক শরাফ আহমেদ জানান, প্রতিটি চরিত্রের ওপর গুরুত্ব দিয়েই তিনি গল্প বেছে নিয়েছেন। এখানে যেমন নায়িকা নেই; তেমন কে নায়ক সে বিষয়গুলো নেই। প্রধান চরিত্রের সঙ্গে বয়সের ব্যবধান রয়েছে এমন একটি মেয়েকে আমরা খুঁজছিলাম। যে মেয়েটার চুল অনেক লম্বা, চেহারা মিষ্টি। তার মধ্যে সহনশীল বিষয় থাকবে। চেহারার মধ্যে একটি গৃহিণীর ভাব রয়েছে। সেই জায়গা থেকে শিমু আমাদের পছন্দের তালিকায় ছিল।