জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা কারণে শোবিজের চাকচিক্য থেকে অনেকটা দূরে সরে ছিলেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রীর মুখে উঠে এলো মিডিয়ার সিন্ডিকেটের কথা।
অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না। ২০১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সঙ্গে অনেক ডিরেক্টর, অনেক কো-আর্টিস্ট তখন কাজ করতে চাইতেন না।’