বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান। সম্প্রতি হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি। তাঁকে সবাই মূলত হিন্দুস্তানি ভাউ বলেই চেনেন। তাঁর হয়ে এ অভিযোগটি দায়ের করেছেন তাঁর আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ। জানা গেছে, এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এ অভিযোগটি দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, গত ২০ ফেব্রুয়ারি সেলেব্রিটি মাস্টার শেফ শোতে এসেছিলেন ফারাহ খান। সেখানে এসেই তিনি এদিন দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন। জানা গেছে, ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।