৪০ লাখ টাকা খরচ করে তৈরি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর সেই সময় বক্স অফিসে ১০২ কোটি টাকার ব্যবসা করে। দর্শক চাহিদার কারণে আজও ভারতের মারাঠা মন্দির সিনেমা হলে টানা ছবিটি প্রদর্শিত হচ্ছে। ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত এ ছবিটি। ৩০ বছর পর সম্প্রতি এটি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছবির নায়ক নির্বাচনের অন্তরালে রয়েছে মজার গল্প। ছবিটির জন্য নির্মাতার পছন্দ ছিলেন হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ। কিন্তু ছবির কাহিনি বদলে যাওয়ায় পছন্দও পরিবর্তিত হয়ে যায়। এ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন বলিপাড়ার চার খানই। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির চিত্রনাট্য নির্মাণ করার সময় অন্য ধরনের কাহিনি লিখেছিলেন আদিত্য। ভারতীয় এক নারীর প্রেমে পড়েন আমেরিকার এক তরুণ। তারপর সে কাহিনি ধাপে ধাপে এগোতে থাকে। আমেরিকার তরুণের ভূমিকায় অভিনয়ের জন্য হলিউড সুপারস্টার টম ক্রুজকে প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু তাঁকে বাধা দিয়েছিলেন আদিত্যের পিতা বলিপাড়ার জনপ্রিয় ছবিনির্মাতা যশ চোপড়া। আদিত্য যখন তাঁর ছবি নিয়ে যশের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন তখন তিনি আদিত্যকে তাঁর ছবির কাহিনি বদল করার নির্দেশ দিয়েছিলেন। যশের মতে, হিন্দি ছবিতে সম্পূর্ণ ভারতীয় স্বাদ আনতে কাহিনি পুরোপুরি বদল করতে হবে। তার ফলে ভারতীয় দর্শক ছবির সঙ্গে নিজেকে আরও সম্পৃক্ত করতে পারবেন। বাবার কথা শুনে রাতারাতি কাহিনি পরিবর্তন করে ফেলেছিলেন আদিত্য। এতে তাঁর পছন্দের তালিকা থেকে বাদ দিতে হয়েছিল টম ক্রুজকে। কিন্তু ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির মুখ্য চরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না আদিত্যের। আমির খানকে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কোনো এক অজানা কারণে তিনি এ ছবিতে অভিনয় করতে চাননি। এরপর প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে। কিন্তু তিনিও এ ছবিতে অভিনয় করতে রাজি হননি। আমির এবং সালমান বলিপাড়ার দুই খান ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে নির্মাতারা দ্বারস্থ হন অন্য এক খানের কাছে। সাইফ আলী খানের সঙ্গে দেখা করেন নির্মাতারা। কিন্তু সময়ের অভাবে তিনি এ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। বলিউডের তিন খান ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করলে শাহরুখ খানের সঙ্গে দেখা করেন নির্মাতারা। সেই সময় শাহরুখের বয়স ৩০ বছর। ১৯৯৩ সালে ‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন শাহরুখ। সেই সময় অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু তাঁকে পুরোদস্তুর রোমান্টিক ঘরানার এ ছবিতে অভিনয় করার অনুরোধ করেন আদিত্য। ইচ্ছা পূরণ না হওয়ায় প্রথমে আদিত্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ। রোমান্টিক হিরো হিসেবে পরিচিতি চাইতেন না তিনি। কিন্তু আদিত্য হাল ছাড়ার পাত্র ছিলেন না। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পর পর চারবার ফিরিয়েছিলেন শাহরুখ। কখনো ইচ্ছা পূরণ না হওয়ার কারণে, কখনো চরিত্রে মানাবে না বলে নির্মাতাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে রাজ মালহোত্রার চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। শাহরুখের মতে, চরিত্রটি কলেজপড়ুয়া। তাই তাঁর বয়সও কম। কম বয়সি চরিত্রে অভিনয়ের জন্য তরুণ কোনো অভিনেতাকেই মানাবে বলে দাবি করেছিলেন শাহরুখ। ৩০ বছর বয়সে তিনি রাজের চরিত্রে অভিনয় করলে মানাবে না বলেও দাবি করেছিলেন। কিন্তু আদিত্য কোনো কথাতেই কর্ণপাত করেননি। শেষমেশ শাহরুখ অভিনয় করতে রাজিও হয়ে যান। এ ছবির সাফল্যের পর থেকে রোমান্টিক হিরো খ্যাতি পাওয়া শাহরুখ খান একাধারে রোমান্টিক ছবির নায়ক বনে যান।
শিরোনাম
- টিকফার মাধ্যমে অবস্থান তুলে ধরে শুল্ক কমানোর আলোচনা করতে হবে
- সিঙ্গাপুর থেকে দেশে ফিরল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা
- ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা
- গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
- যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
- ভোলায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫
- বিগত দিনে মানুষ ভোট দিতে পারে নাই : ধর্ম উপদেষ্টা
- ১১ বছরেও মিলল না সন্ধান, এমএইচ৩৭০ নিয়ে প্রশ্নের শেষ নেই
- যশোরে বাসের ধাক্কায় প্রাণ হারালো বাবা-মেয়ে, আহত ৩
- ট্রাম্পের শুল্কারোপ: ১০০ বছরে বিশ্ব বাণিজ্যে বড় পরিবর্তন
- গাজায় দেড় বছরে প্রায় ৪০ হাজার শিশু এতিম হয়েছে
- ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদি বৈঠক শুক্রবার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা
- সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা
- শৈশবে ভয়াবহ অভিজ্ঞতা, নৃত্যগুরুর হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
- রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের যুবক নিহত
- লিবিয়ার জিম্মি দশা থেকে দেশে ফিরলেন লোকমান
- সাতক্ষীরায় বাঁধ ভাঙনে দুর্যোগ, ক্ষতিগ্রস্তদের পাশে নৌবাহিনী
- মার্কিন কূটনীতিকদের জন্য চীনাদের সঙ্গে প্রেমে নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের
- মির্জাপুরে বাছুরসহ দুই গাভী চুরি
প্রথম পছন্দ টম ক্রুজ, কেন প্রস্তাব ফেরান চার খান
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ভারতকে রুখে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল হামজারা, শীর্ষে মেসির আর্জেন্টিনা
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা: আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম