টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মীম (২২) মারা গেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে মারা যান।
নিহতের স্বামী মোহাম্মদ আলী জানান, গত ১২ নভেম্বর রাতে দাদা আব্দুল ওহাবের মৃত্যুসংবাদ পেয়ে স্বামীর সঙ্গে মীম পাবনার ভেরা উপজেলার চর প্যাচাকোলা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের বাসাইল এলাকায় হাই প্রেশার সিএনজি পাম্পের কাছাকাছি রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এতে মীম গুরুতর দগ্ধ হন এবং তার স্বামী সামান্য আহত হন।
জানা গেছে, অগ্নিদগ্ধ মীমকে প্রথমে ভেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে পরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীম মারা যান।
ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) মারুফা সোহরত প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।
মীম পাবনার ভেরা উপজেলার চর প্যাচাকোলা গ্রামের ইব্রাহিমের মেয়ে। তিন মাস আগে তার বিয়ে হয় ব্যবসায়ী মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি শ্যামলী ট্রমা সেন্টারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্স করছিলেন।
বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক