ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে বর্ণাঢ্য সমাবেশ এবং র্যালি করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।
শনিবার বিকালে তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজারস্থ চৌধুরী রাইস মিল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এর আগে মিছিলে অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা সদরের প্রাঙ্গণ।
সংক্ষিপ্ত সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত