চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত জেলা স্বেচ্ছাসেবক সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
বেলাল-ই-বাকী ইদ্রিশী বলেন, বিএনপি একটি বড় দল। অনেকেই মনোনয়ন চেয়েছিল, এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যেই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, আমি ও আমার সকল অনুসারীরা তার পাশে থাকবো।
এসময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি সাজাহান মিয়াকে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া