দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক মাদক মাফিয়ারা বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এক দশকে ভয়ংকর মাদক কোকেনই জব্দ হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকার। স্বভাবতই এর সঙ্গে রাঘববোয়ালরা জড়িত, কিন্তু তারা বরাবরই থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। আইনি দুর্বলতার কারণে কোকেন মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকে, বিচার হয়ে পড়ে অনিশ্চিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলছে, ভৌগোলিক অবস্থানগত কারণে আন্তর্জাতিক কোকেন চক্র বাংলাদেশকে সহজ ট্রানজিট রুট বিবেচনা করে। দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য হয়ে কোকেন আসে বাংলাদেশে। এরপর চক্র তা ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকায় পাঠানোর চেষ্টা চালায়। নিশ্চয়ই কিছু ক্ষেত্রে সফলও হয়, না হলে এ চর্চা ধারাবাহিকভাবে চলতে থাকবে কেন? গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজির বেশি কোকেনসহ গ্রেপ্তার হন ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী। যিনি ব্রাজিল থেকে ওই কোকেন সংগ্রহ করে নিউইয়র্ক ও কাতার হয়ে ঢাকায় আসেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বে এমন অনেক বড় চালানই ধরা পড়েছে। প্রকাশিত খবরের তথ্য বলছে, তদন্ত ও অনুসন্ধানে ডিএনসি বাংলাদেশে কোকেন পাচারের আন্তর্জাতিক চক্রের প্রধান সম্পর্কে জানতে পেরেছে। তিনি এ দেশের পোশাকসহ বিভিন্ন ব্যবসার আড়ালে কোকেনের কারবার চালিয়ে আসছিলেন। একপর্যায়ে দেশীয় মাদক গডফাদারদের সহযোগিতায় পালিয়ে গেলেও, এখনো নাইজেরিয়া থেকে কারবার সমন্বয় করছেন। যারা আটক হয়, তারা নেহাতই বাহক। মূল চক্রের তথ্য তারা দিতে পারে না। ফলে হোতাদের খুঁজে পাওয়া যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয় না। উদ্বেগের বিষয় হচ্ছে, ডিএনসির দায়িত্বশীল সূত্র বলছে, দেশে ছয় ধরনের নতুন মাদক ঢুকছে। এসব মাদক ভুয়া ঘোষণায় বিদেশ থেকে আনা হচ্ছে, যা তরুণ সমাজের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা জরুরি। কিন্তু দেশীয় চক্রের প্রভাবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের অসৎ কর্মচারীদের যোগসাজশে, এসব মামলার অধিকাংশের এজাহারটাই সঠিকভাবে করা হয় না। সেই ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় প্রকৃত অপরাধী রাঘববোয়ালরা। ভূত তাড়াবার শর্ষেতেই যদি ভূত থেকে যায়, নিরাময় হবে কীভাবে? সেই পন্থাটা খুঁজে বের করা দরকার। মাদকের ট্রানজিট রুট কেন হবে বাংলাদেশ? এ অখ্যাতি ঘোঁচাতে হবে।
শিরোনাম
- ইংল্যান্ডে গাড়ির কাঁচ মুছে টাকা দাবি, ‘ভারতীয়’ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল
- মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ৬৮তম স্বাধীনতা দিবস
- লেবাননে দুই দফা বিমান হামলা ইসরায়েলের
- বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময় পরিবর্তন
- সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছে: পরিবেশ উপদেষ্টা
- ডাকসু নির্বাচন: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, শুনানির দিন ধার্য
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে : রিজভী
- চবি এলাকায় ফের শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষ, আহত প্রো-ভিসি, প্রক্টরসহ অনেকে
- ১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ
- বাংলাদেশ প্রতিদিনের আহত সাংবাদিক দুর্জয়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
- হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা
- চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
- ছেলের সঙ্গে মারামারি গড়াল ডিএনএ পরীক্ষায়, জানলেন সন্তানদের বাবা নন তিনি
- সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
- মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা
- ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা
- মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫
- সালমানের ব্যাটে ৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ১১: শেষ ২ ওভারে উঠল ৭১ রান
মাদকের ট্রানজিট রুট
অখ্যাতি ঘোচাতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর