দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক মাদক মাফিয়ারা বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এক দশকে ভয়ংকর মাদক কোকেনই জব্দ হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকার। স্বভাবতই এর সঙ্গে রাঘববোয়ালরা জড়িত, কিন্তু তারা বরাবরই থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। আইনি দুর্বলতার কারণে কোকেন মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকে, বিচার হয়ে পড়ে অনিশ্চিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলছে, ভৌগোলিক অবস্থানগত কারণে আন্তর্জাতিক কোকেন চক্র বাংলাদেশকে সহজ ট্রানজিট রুট বিবেচনা করে। দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য হয়ে কোকেন আসে বাংলাদেশে। এরপর চক্র তা ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকায় পাঠানোর চেষ্টা চালায়। নিশ্চয়ই কিছু ক্ষেত্রে সফলও হয়, না হলে এ চর্চা ধারাবাহিকভাবে চলতে থাকবে কেন? গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজির বেশি কোকেনসহ গ্রেপ্তার হন ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী। যিনি ব্রাজিল থেকে ওই কোকেন সংগ্রহ করে নিউইয়র্ক ও কাতার হয়ে ঢাকায় আসেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বে এমন অনেক বড় চালানই ধরা পড়েছে। প্রকাশিত খবরের তথ্য বলছে, তদন্ত ও অনুসন্ধানে ডিএনসি বাংলাদেশে কোকেন পাচারের আন্তর্জাতিক চক্রের প্রধান সম্পর্কে জানতে পেরেছে। তিনি এ দেশের পোশাকসহ বিভিন্ন ব্যবসার আড়ালে কোকেনের কারবার চালিয়ে আসছিলেন। একপর্যায়ে দেশীয় মাদক গডফাদারদের সহযোগিতায় পালিয়ে গেলেও, এখনো নাইজেরিয়া থেকে কারবার সমন্বয় করছেন। যারা আটক হয়, তারা নেহাতই বাহক। মূল চক্রের তথ্য তারা দিতে পারে না। ফলে হোতাদের খুঁজে পাওয়া যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয় না। উদ্বেগের বিষয় হচ্ছে, ডিএনসির দায়িত্বশীল সূত্র বলছে, দেশে ছয় ধরনের নতুন মাদক ঢুকছে। এসব মাদক ভুয়া ঘোষণায় বিদেশ থেকে আনা হচ্ছে, যা তরুণ সমাজের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা জরুরি। কিন্তু দেশীয় চক্রের প্রভাবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের অসৎ কর্মচারীদের যোগসাজশে, এসব মামলার অধিকাংশের এজাহারটাই সঠিকভাবে করা হয় না। সেই ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় প্রকৃত অপরাধী রাঘববোয়ালরা। ভূত তাড়াবার শর্ষেতেই যদি ভূত থেকে যায়, নিরাময় হবে কীভাবে? সেই পন্থাটা খুঁজে বের করা দরকার। মাদকের ট্রানজিট রুট কেন হবে বাংলাদেশ? এ অখ্যাতি ঘোঁচাতে হবে।
শিরোনাম
- শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ
- এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
- রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
- মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধির সাক্ষাৎ
- আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
- আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না
- জোট গঠনের সিদ্ধান্ত, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
- লালমাইয়ে বাগমারা বাজারে বিএনপির লিফলেট বিতরণ
- অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির
- ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ
- "দাবি আদায়ে আবারও আন্দোলনের হুশিয়ারি"
- গাঁজাসহ ‘কালা হারুন’ গ্রেফতার
- পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে
- জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে : সালাহউদ্দিন
- কানাডা কি সত্যিই হারিয়ে যাচ্ছে?
- ‘হত্যাযজ্ঞ ও ধ্বংসের স্থপতি’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
মাদকের ট্রানজিট রুট
অখ্যাতি ঘোচাতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর