দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক মাদক মাফিয়ারা বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এক দশকে ভয়ংকর মাদক কোকেনই জব্দ হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকার। স্বভাবতই এর সঙ্গে রাঘববোয়ালরা জড়িত, কিন্তু তারা বরাবরই থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। আইনি দুর্বলতার কারণে কোকেন মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকে, বিচার হয়ে পড়ে অনিশ্চিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলছে, ভৌগোলিক অবস্থানগত কারণে আন্তর্জাতিক কোকেন চক্র বাংলাদেশকে সহজ ট্রানজিট রুট বিবেচনা করে। দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য হয়ে কোকেন আসে বাংলাদেশে। এরপর চক্র তা ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকায় পাঠানোর চেষ্টা চালায়। নিশ্চয়ই কিছু ক্ষেত্রে সফলও হয়, না হলে এ চর্চা ধারাবাহিকভাবে চলতে থাকবে কেন? গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজির বেশি কোকেনসহ গ্রেপ্তার হন ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী। যিনি ব্রাজিল থেকে ওই কোকেন সংগ্রহ করে নিউইয়র্ক ও কাতার হয়ে ঢাকায় আসেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বে এমন অনেক বড় চালানই ধরা পড়েছে। প্রকাশিত খবরের তথ্য বলছে, তদন্ত ও অনুসন্ধানে ডিএনসি বাংলাদেশে কোকেন পাচারের আন্তর্জাতিক চক্রের প্রধান সম্পর্কে জানতে পেরেছে। তিনি এ দেশের পোশাকসহ বিভিন্ন ব্যবসার আড়ালে কোকেনের কারবার চালিয়ে আসছিলেন। একপর্যায়ে দেশীয় মাদক গডফাদারদের সহযোগিতায় পালিয়ে গেলেও, এখনো নাইজেরিয়া থেকে কারবার সমন্বয় করছেন। যারা আটক হয়, তারা নেহাতই বাহক। মূল চক্রের তথ্য তারা দিতে পারে না। ফলে হোতাদের খুঁজে পাওয়া যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয় না। উদ্বেগের বিষয় হচ্ছে, ডিএনসির দায়িত্বশীল সূত্র বলছে, দেশে ছয় ধরনের নতুন মাদক ঢুকছে। এসব মাদক ভুয়া ঘোষণায় বিদেশ থেকে আনা হচ্ছে, যা তরুণ সমাজের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা জরুরি। কিন্তু দেশীয় চক্রের প্রভাবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের অসৎ কর্মচারীদের যোগসাজশে, এসব মামলার অধিকাংশের এজাহারটাই সঠিকভাবে করা হয় না। সেই ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় প্রকৃত অপরাধী রাঘববোয়ালরা। ভূত তাড়াবার শর্ষেতেই যদি ভূত থেকে যায়, নিরাময় হবে কীভাবে? সেই পন্থাটা খুঁজে বের করা দরকার। মাদকের ট্রানজিট রুট কেন হবে বাংলাদেশ? এ অখ্যাতি ঘোঁচাতে হবে।
শিরোনাম
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
- জাতিসংঘ রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা, ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি
- শুক্র-শনিবারেও আমদানিকৃত মালামাল খালাস হবে
- ষড়যন্ত্রকারীরা নয়, জয় হবে ঐক্যবদ্ধ জনগণের: ডা. জাহিদ হোসেন
- খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে : রিজভী
- বগুড়ায় আগাম শীতকালিন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষক
- জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
- বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
- গ্রিন ফেস্ট: তারুণ্যের জোয়ারে সেজেছিল গ্রিন ইউনিভার্সিটি
- নতুন পদক্ষেপ, লাহোরে নাটকীয়ভাবে কমল ৭০ শতাংশ বায়ুদূষণ
- নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা
- শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
- শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ
- এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
- রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
মাদকের ট্রানজিট রুট
অখ্যাতি ঘোচাতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর