পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ (৫২) নামে এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুন নুর। এর আগে, শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের লাদেনের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার আহমেদ চট্টগ্রাম সিটির পাঁচলাইশ পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করা রাশিয়ান কোম্পানি নিকিমথ’র দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আনোয়ার আহমেদ প্রায় এক বছর ধরে ঈশ্বরদীর দিয়ার সাহাপুর এলাকায় স্থানীয় হাবিবুর রহমান হাবুর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি স্ত্রীসহ ১০ দিনের ছুটিতে চট্টগ্রামে গিয়েছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে স্ত্রীকে চট্টগ্রামে রেখে একাই ঈশ্বরদীতে ফেরেন।
রাত পর্যন্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা খাতুন পাশের বাড়ির এক গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোন করেন। পরে সাবিনা আনোয়ার আহমেদকে ভাড়া ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা থানায় খবর দিলে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পরে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়।
ওসি আসম আব্দুন নুর বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল