চট্টগ্রাম বন্দরের জলসীমায় ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে প্রায় পুরোপুরি ডুবে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, জাহাজে থাকা ১৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ‘এমভি জায়ান’ নামের জাহাজটিতে শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর শনিবার সকালে উপকূলে নিয়ে আসার সময় পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় এটি ডুবে যায়। জাহাজটির তলায় ফাটল ধরায় হ্যাচে পানি ঢুকে পড়ে এবং সেটি ধীরে ধীরে ডুবে যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, ডুবে যাওয়া জাহাজটি সি-ওয়ার্ল্ড শিপিং কোম্পানি লিমিটেড মালিকানাধীন। তিনি বলেন, ১২০০ টন কাঁচামালসহ জাহাজটি ডুবে গেছে। তবে এটি বন্দর চ্যানেলের বাইরে থাকায় বর্তমানে বন্দর কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না। জাহাজ মালিকপক্ষকে দ্রুত উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা