নড়াইলের কালিয়া থানায় দায়েরকৃত নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কবিরুল হক মুক্তির জামিনের আবেদন করা হয়।২০২৪ সালের ১২ সেপ্টেম্বর কালিয়া থানায় দায়ের হওয়া নাশকতা মামলার শুনানী শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন। সকাল ৯ টার পর কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে মুক্তিকে কারাগার থেকে নড়াইল আদালতে আনা হয়।
জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯ টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করে পুলিশ। গত ১৪ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কালিয়া থানার দু’টি নাশকতা মামলায় কবিরুল হক মুক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন। এরপর নড়াগাতী থানায় দায়ের হওয়া আরও দু’টি নাশকতা মামলায় ওইদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মারুফ হাসান তার (কবিরুল হক মুক্তি) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/জামশেদ