ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে কলেজ শিক্ষক-কর্মচারীরা।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, প্রভাষক মেহেদী হাসান, দিলসাদ তাহমিনা প্রমূখ।
বক্তাগণ,এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং ২০% বাড়িভাড়া, ১ হাজার ৫’শ টাকা চিকিৎসাভাতা ও ৭৫% উৎসবভাতার দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল