অস্ট্রেলিয়ার মেলবোর্নে তিন প্রবাসী নারী উদ্যোক্তার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ফ্যাশন হাউজ “Fabrics & Feather by T&M” এবং “Itch for Fashion by Shahnila”। শনিবার (১৮ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যাশন হাউজটির উদ্বোধন হয়।
উদ্যোক্তা মারিয়াম, শাহনিলা ও তন্নী জানিয়েছেন, নিজেদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নতুন কিছু করার ইচ্ছে থেকেই এই ফ্যাশন উদ্যোগের জন্ম। শুরুটা ছোট পরিসরে হলেও তারা শিগগিরই কার্যক্রমের পরিধি বাড়িয়ে অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে দিতে চান।
ফ্যাশন হাউজটিতে পাওয়া যাবে উদ্যোক্তাদের নিজস্ব নকশায় তৈরি বাংলাদেশি ও পাকিস্তানি কাপড়ের এক্সক্লুসিভ সংগ্রহ। অনলাইন ও সরাসরি—দুই মাধ্যমেই বিক্রি হবে এসব পোশাক। নারী, পুরুষ ও শিশু-কিশোরদের জন্য থাকবে নানাধরনের পোশাক, যা প্রবাসী জীবনে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন ঘটাবে।
উদ্যোক্তারা বলেন, “বন্ধুত্বের বন্ধন থেকেই এই উদ্যোগের সূচনা। এখন আমরা একসাথে স্বপ্ন দেখছি আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার।”
বিডি প্রতিদিন/হিমেল